ফ্রেশ নিউজ ডেস্ক:
২০২৪ সালের ইএসসি গাইডলাইন বলছে যে আগে বলা হতো ১২০-৮০ এর নিচে হলে স্বাভাবিক।
কিন্তু এখন বলা হচ্ছে ১৭২-৭০ এর নিচে অর্থাৎ উপরের প্রেসার যদি ১২০ মিলিমিটার মার্কারির নিচে হয় এবং নিচেরটা যদি ৭০ মিলিমিটার মার্কারির নিচে হয় তাহলে স্বাভাবিক।
এর থেকে যদি বেড়ে যায় অর্থাৎ ১২০ থেকে ১৪০ এবং ৭০ থেকে ৯০ তখন এটাকে বলা প্রি হাইপারটেনশন বা হাই নরমাল বিপি।
আর যখন ১৪০ ও ৯০ এর বেশি হয় তখন আমরা বলি স্টেজ-১ হাইপারটেনশন যখন ১৬০ ও ১০০ এর উপর হয় তখন বলি স্টেজ-২ হাইপারটেনশন এবং যখন ১৮০ ও ১১০ এর উপর বলি স্টেজ-৩ হাইপারটেনশন।
উচ্চ রক্তচাপ একটি নিরব ঘাতক। হার্ট অ্যাটাকের পর কিছু রোগী মানসিক বিষন্নতায় আক্রান্ত হতে পারে। মৃত্যু ভয়, শারীরিক অসুস্থতা, আর্থিক সমস্যা, চিকিৎসা খরচ ইত্যাদি মানসিক অসুস্থতার অন্যতম কারণ। এই সময় পরিবার আত্মীয়-স্বজনদের সহযোগিতা খুব জরুরি।