বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফেসবুক প্রোফাইলে গান যোগ করার পদ্ধতি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:৩৮ পূর্বাহ্ণ

ফেসবুক প্রোফাইলে গান যোগ করার পদ্ধতি:

ফেসবুক প্রোফাইলে গান যোগ করলে সেটি আপনার প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তোলে। যদি আপনি আপনার প্রোফাইলে গান যোগ করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. ফেসবুক অ্যাপ খুলুন: প্রথমে ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ চালু করুন।
  2. প্রোফাইল পেজে যান:
    • অ্যান্ড্রয়েডে: প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
    • আইওএসে: প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন (নিচে ডান পাশের দিকে)।
  3. এডিট পাবলিক ডিটেলস: প্রোফাইল পেজে গিয়ে ‘এডিট পাবলিক ডিটেলস’ অপশনে ট্যাপ করুন।
  4. এডিট ইয়োর অ্যাবাউট ইনফো: মেনু থেকে ‘এডিট ইয়োর অ্যাবাউট ইনফো’ অপশনে ট্যাপ করুন।
  5. অ্যাড মিউজিক: স্ক্রল করে ‘অ্যাড মিউজিক’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
  6. মিউজিক নির্বাচন: পছন্দের গানটি সার্চ করে নির্বাচিত করুন।
  7. গান পিন করা: নির্বাচিত গানটির পাশের তিন ডট বাটনে ট্যাপ করে ‘পিন টু প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন। এখন গানটি আপনার প্রোফাইলে যুক্ত হয়ে যাবে।

ফেসবুক প্রোফাইল থেকে গান সরানোর পদ্ধতি:

  1. প্রোফাইলে প্রবেশ করুন।
  2. গানটির পাশে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন।
  3. এখানে তিনটি অপশন থাকবে:
    • রিপ্লেস সং: গান পরিবর্তন করুন।
    • আনপিন ফ্রম প্রোফাইল: গানটি প্রোফাইল থেকে আনপিন করুন।
    • ডিলিট সং ফ্রম প্রোফাইল: গানটি একেবারে মুছে ফেলুন।

এভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মিউজিকটি সহজেই যোগ বা সরাতে পারবেন।