সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫
১৩ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভোজ্যতেলের সংকট এখনও কাটছে না, দাম বাড়ানোর পরও সরবরাহ সমস্যা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৫
৫:১৭ অপরাহ্ণ

ভোজ্যতেলের বাজারে সংকটের অবসান ঘটছে না, বিশেষ করে সয়াবিন তেলের বোতলজাত পাঁচ লিটার সরবরাহের জন্য ক্রেতাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

বাজারে ভোজ্যতেলের সংকট যেন শেষ হতে চাইছে না, এমনটাই জানাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। সরকারের দাম বাড়ানোর পরও তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বিশেষত, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা, যেটি ক্রেতাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মধুবাগ বাজারের দোকানি তানভির জানান, গত দুই-তিন মাস ধরেই ডিলাররা তেল সরবরাহ করছে না। “অর্ডার দিয়েও তেল পাচ্ছি না, অনেকেই তেল চাচ্ছে, কিন্তু দিতে পারছি না,” বলেন তিনি। বর্তমানে খোলা সয়াবিন তেল ১৮৫-১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৪৯-১৬০ টাকা।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর জানাচ্ছেন, বাজারে সয়াবিন তেলের সংকট নেই এবং দাম বৃদ্ধির পর থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে বোতলজাত তেলে সংকট দেখতে পাচ্ছেন।

এদিকে, ক্রেতারা জানান যে তারা তেল কিনতে গিয়ে বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন, যদিও এমআরপি অনুযায়ী দাম কম হওয়ার কথা ছিল।

তেলের দাম বৃদ্ধির পরও এর সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং রমজান মাসে সরবরাহ আরও সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন খুচরা বিক্রেতারা।