রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য মনোনীত হলেন এ্যাড. সিমকী ইমাম

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫
৬:০৬ অপরাহ্ণ
Oplus_131072

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটিতে অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাড. সিমকী ইমাম খান।

রোববার (২ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির বিষয়ে জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নূর কায়েম সবুজ, ডা. এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম ও কনক চাঁপা।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়া এ্যাড. সিমকী ইমাম খান বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক দল। দেশের মাটি ও মানুষের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিতে আমাকে মনোনীত করায়।