সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আর্সেনালের বিধ্বংসী জয়, ‘Stay Humble’ বার্তা ফিরিয়ে দিল গানার্সরা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫
৯:৪৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্সেনাল ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটিকে, যেন ফিরিয়ে দিয়েছে আর্লিং হালান্ডের ‘Stay Humble’ বার্তাটাই।

গতবার মুখোমুখি দেখায় শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে জয়বঞ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। এরপর হালান্ডের সেই বিখ্যাত মন্তব্য ‘Stay Humble’ ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে এবারের লড়াইয়ে আর্সেনাল যেন সেটির যোগ্য জবাবই দিয়েছে।

শনিবার শিরোপার অন্যতম দাবিদার লিভারপুল বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে ম্যানসিটিকে হারানো ছাড়া কোনো উপায় ছিল না আর্সেনালের। সেই কাজটাই দারুণভাবে করেছে মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পুরো প্রথমার্ধে আধিপত্য দেখালেও আরও বড় ব্যবধানে এগিয়ে যেতে ব্যর্থ হয় দলটি, কারণ কাই হাভার্টজ সহজ সুযোগ নষ্ট করেন।

বিরতির পর ৫৫ মিনিটে হালান্ড গোল করে সমতা ফেরান, তবে সেটাই যেন আর্সেনালকে আরও উজ্জীবিত করে তোলে। দুই মিনিট পরই থমাস পার্টে আর্সেনালকে আবার এগিয়ে দেন (২-১)। এরপর ৬২ মিনিটে মাইলস লুইস-স্কেলির গোল স্কোরলাইন ৩-১ করে।

শেষ দিকে কাই হাভার্টজ ও এথান নোয়ানেরি আরও দুটি গোল করে ৫-১ ব্যবধানে ম্যাচ শেষ করেন। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

এই পরাজয়ের মাধ্যমে ছয় ম্যাচ পর প্রিমিয়ার লিগে হারের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট, তারা এখন রয়েছে চতুর্থ স্থানে। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৫০ পয়েন্ট। লিভারপুল এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।