মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিপিএলে ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটি গঠন করেছে বিসিবি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫
১০:১৬ পূর্বাহ্ণ

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে তদন্তের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুর্নীতিবিরোধী ইউনিট (আকু) এর পাশাপাশি এবার একটি স্বাধীন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তিন সদস্যের এই স্বাধীন কমিটিতে রয়েছেন একজন সাবেক বিচারপতি, এক সাবেক ক্রিকেটার এবং একজন আন্তর্জাতিক আইনজীবী। তারা বিসিবি ও আকু-কে তদন্তে সহায়তা করবেন। গতকাল বিসিবির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীন তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে থাকছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার। কমিটির অন্য দুই সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী।

সম্প্রতি বিপিএলের কিছু ম্যাচ নিয়ে ফিক্সিং সন্দেহ দেখা দিয়েছে, যা নিয়ে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট ইতোমধ্যেই কাজ শুরু করেছে। নতুনভাবে গঠিত স্বাধীন কমিটি বিসিবির তদন্ত কার্যক্রমকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।