চীনে ইরানি তেল সরবরাহকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দাবি করেছে, এই নেটওয়ার্কের মাধ্যমে ইরানের সামরিক কার্যক্রমে অর্থায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিবৃতিতে জানায়, “চীনকে কয়েক মিলিয়ন ডলারের ইরানি অপরিশোধিত তেল সরবরাহকারী একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, “সেপেহর এনার্জি ও জাহান নামা পার্স নামে অনুমোদিত কোম্পানির মাধ্যমে ইরান এই তেল রপ্তানি করছে, যা দেশটির সামরিক খাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন যান তৈরির অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।”
মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, “ইরানের ক্ষতিকর কর্মকাণ্ডের অর্থায়ন ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞাও সেই নীতিরই অংশ বলে জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ।