ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ বিষয়ক আলোচনা হতে পারে, এমনটা জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারব না যে ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে কি না, তবে এমনটা হতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, এই বৈঠকে বিষয়টি আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ভারত সরকারের কূটনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে মিশ্রি জানান, বাংলাদেশ সরকার তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করবে এবং তারা এতে সন্দিহান নন। সম্প্রতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভ বক্তব্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এর প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে প্রতিবাদী কর্মকাণ্ড ঘটেছে, যার মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং আওয়ামী লীগ অফিসে হামলা।