যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় উড়োজাহাজটির চালক এবং ৯ জন যাত্রীসহ সবাই নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৭ মিনিটে আলাস্কার পশ্চিমাঞ্চলের উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশ্যে উড়োজাহাজটি রওনা হয়েছিল। যাত্রার মাত্র ৪৫ মিনিট পর, উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। পরে, ৩ টা ১৮ মিনিটের সময় রাডারের রেকর্ডে সর্বশেষ সংকেত পাওয়া যায়।
মার্কিন কোস্টগার্ডের কর্মকর্তারা ধারণা করছেন, উড়োজাহাজটির ইঞ্জিনে কোনো গুরুতর ত্রুটি ঘটে, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা ও উড়ানোর গতি হারিয়ে ফেলেছিল। বিধ্বস্ত উড়োজাহাজটি বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান ছিল, যা ছোট আকারের।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে একটি ভয়াবহ দুর্ঘটনায় মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি বাণিজ্যিক বিমান পোটোম্যাক নদীতে ডুবে গিয়ে চালক ও ৬৮ যাত্রী নিহত হয়েছিল।