দেশের দুটি পাঠ্যবইয়ের এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি জানিয়েছে চীন।
চীনের অভিযোগ, মানচিত্রে তাদের জ্যাংনান ও আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। একই ভুল বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও রয়েছে।
গত বছরের নভেম্বরের শেষ দিকে চীন আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশকে জানায়। চীনের মতে, আকসাই চীন দীর্ঘদিন তাদের অধীনে রয়েছে, কিন্তু পাঠ্যবইয়ে এটি ভারতের কাশ্মিরের অংশ হিসেবে দেখানো হয়েছে।
এছাড়া, নবম শ্রেণির বইয়ে হংকং ও তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত তথ্যের বিরুদ্ধেও আপত্তি তুলেছে দেশটি। চীন দাবি করেছে, এগুলো তাদের অবিচ্ছেদ্য অংশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির নজরে আনলে জানানো হয়, বই ছাপানো শেষ হয়ে গেছে এবং এখনই সংশোধনের সুযোগ নেই। বাংলাদেশ কূটনৈতিকভাবে চীনকে বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে।