গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২২ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ফলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮,১৮১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজে বাধা থাকায় আরও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ইতোমধ্যে ১ লাখ ১১ হাজার ৬৩৮ জন ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই হামলার ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।