মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পতিত ফ্যাসীবাদের দোসর মুক্ত করার আহ্বান বিএনপির

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১১, ২০২৫
৮:৫৩ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধ, দ্রুত নির্বাচনি রোড ম্যাপ প্রদান এবং প্রশাসনের সর্বস্তরে ‘পতিত ফ্যাসীবাদের দোসর’ মুক্ত করার আহ্বান জানিয়েছে বিএনপি

সোমবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সময় একটি চিঠি তুলে দেন বিএনপি প্রতিনিধি দলেরসদস্যরা। সেই চিঠিতেএসব পরামর্শ দিয়েছে বিএনপি।

চিঠিতে উল্লেখ রয়েছে , আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যূত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য-মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে।

এরই ফলশ্রুতিতেঅতি সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকসমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে এবং ‘প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে শেখ হাসিনা এই তৎপরতা চালিয়ে যাবেন বলেও চিঠিতে বলা হয় ।

চিঠিতেআরও বলা হয়,“বিরাজমান অস্থিতিশীল রাষ্ট্র পরিস্থিতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগ-বাণিজ্যে স্থবিরতা ও বাজার সরবরাহ ব্যবস্থায় নৈরাজ্যপনা ইত্যাদি সীমাহীন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রতিনিয়ত নানান ধরনের দাবি নামা নিয়ে মব কালচারের মাধ্যমে সীমাহীন জনদুর্ভোগ, সড়কে উত্তেজনা ও বিশঙ্খখলা সৃষ্টিরমাধ্যমে নাগরিকদের মধ্যে হতাশা সৃষ্টির প্রয়াস লক্ষ্যণীয়, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে।

এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে, ফলশ্রুতিতে গণঅভ্যূত্থানের জনআকাঙ্ক্ষা ম্রিয়মান হতে শুরু করেছে। “এই পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের সার্বিক আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সার্বিক গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার নিশ্চিত করন ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা আনায়নের লক্ষ্যে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন,”বলেছে বিএনপি।