গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
হামাস অভিযোগ করেছে, চুক্তি অনুযায়ী গাজায় পর্যাপ্ত ত্রাণ ও ভারী সরঞ্জাম প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। এর প্রতিবাদে তারা ঘোষণা দিয়েছে, শনিবার তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে না। এর জবাবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে নতুন করে হামলা শুরু করবে তার দেশ।
যুদ্ধবিরতি রক্ষা করতে কাতার ও মিসর মধ্যস্থতায় কাজ করছে। তারা ইসরায়েলের ওপর চুক্তি মেনে চলার জন্য চাপ দিচ্ছে এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।
১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাস ৩৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশের অনুমতি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ইসরায়েল এখন পর্যন্ত ভারী যন্ত্রপাতি ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে দেয়নি, যা ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারে সহায়তা করত।
যুদ্ধবিরতি রক্ষায় আন্তর্জাতিক চাপ বাড়লেও পরিস্থিতি যে কোনো মুহূর্তে নতুন সংঘাতে রূপ নিতে পারে।