সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মালিকের মানবিক উদ্যোগ: কর্মীর জানাজা পড়ালেন ইউসুফ আলী এমএ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
১০:০৭ পূর্বাহ্ণ

অফিসের সাধারণ কর্মীর জানাজা নিজে পড়িয়ে কফিন বহন করলেন আরব আমিরাতের বিলিয়নিয়র ইউসুফআলী এমএ।

লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা ইউসুফআলী এমএ তার কোম্পানির কর্মী শিহাবুদ্দিনের মৃত্যুর পর তার জানাজায় অংশ নেন। দীর্ঘ ১৮ বছর ধরে লুলু গ্রুপে কাজ করা শিহাবুদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের সদস্যদের সঙ্গে ইউসুফআলীর সম্পর্ক থাকলেও, তিনি সব কর্মীকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন এবং তাদের জানাজায় উপস্থিত থাকতে সর্বদা চেষ্টা করেন।

কর্মীদের প্রতি তার এই সহানুভূতি এবং আন্তরিকতা কোম্পানির পরিবেশকে আরও মানবিক করেছে। ইউসুফআলী তার কর্মীদের ‘ভাই’ হিসেবে সম্বোধন করেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করেন।