সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জিম্মি বিনিময় চুক্তি অনুযায়ী কাল তিন ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
৯:৩২ অপরাহ্ণ

চুক্তির অংশ হিসেবে হামাস ও ইসলামিক জিহাদ শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, এর বদলে ইসরায়েল মুক্তি দেবে ৩৯০ ফিলিস্তিনি বন্দিকে।

হামাস আজ শুক্রবার মুক্তি পাওয়া তিন ব্যক্তির নাম ঘোষণা করেছে—সাশা ত্রুফানভ, সাগুই দেকেল-চেন ও লায়ার হর্ন। গত সপ্তাহে ইসরায়েলের শর্ত ভঙ্গের অভিযোগে হামাস জিম্মি বিনিময় স্থগিত করলেও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, চুক্তি অনুযায়ী গাজায় পর্যাপ্ত ত্রাণ, ভারী সরঞ্জাম ও অস্থায়ী ঘর প্রবেশে বাধা দেওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল হামাস। তবে গত দুই দিনে কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের পর হামাস জিম্মিদের মুক্তিতে সম্মত হয়। ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদেরও পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।