শনিবার মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হুঁশিয়ারি দিয়েছিলেন যে সময়সীমা পেরোলে গাজাকে নরকে পরিণত করা হবে
তবে হামাস ও ইসলামিক জিহাদ আজ দখলদার ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথে পোস্ট করে জানিয়েছেন, “আজ রাতে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।”
তিনি লিখেছেন, “(যে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে) তাদের দেখে মনে হচ্ছে ভালো আছে। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে শনিবার রাত ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তির আলটিমেটামের ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন জানাবে।”
ট্রাম্পের এমন হুমকির মধ্যে শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে চলমান যুদ্ধবিরতি এবং ট্রাম্পের দেওয়া আলটিমেটাম নিয়ে আলোচনা হবে।
এদিকে, হামাস যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি মানতে বাধ্য করে, কারণ আলোচনা ছাড়া জিম্মিদের মুক্তি সম্ভব নয়।