দীর্ঘ ২৮ বছর পর পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে যাচ্ছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলো পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ২০০৮ সালের পর থেকে রাজনৈতিক বিরোধ ও নিরাপত্তার কারণে ভারত পাকিস্তানে সফর করেনি, এবং নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।
পাকিস্তানের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার জানিয়েছেন, দেশি-বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে মোট ২০ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। এর মধ্যে রয়েছে পুলিশ সদস্য, সিনিয়র কর্মকর্তাসহ স্নাইপার ও গোয়েন্দা দল। শহরগুলোর সব এলাকাতেই সার্বক্ষণিক নজরদারি চালানো হবে, যার মধ্যে রয়েছে ক্যামেরা প্রযুক্তি ও বিশেষ অভিযান।
লাহোর ও রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ৬টি ম্যাচ হবে, যেখানে প্রতিটি শহরে মোট ১২০০০ নিরাপত্তাকর্মী কর্মরত থাকবে। খেলার সময়ে, খেলোয়াড়দের আবাসস্থল, যাতায়াত ও স্টেডিয়ামের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। করাচি পুলিশও অতিরিক্ত সোয়াট ইউনিট মোতায়েন করেছে, এবং গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে যেকোনো ঝুঁকি মোকাবিলায়।
এটি পাকিস্তানের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে উপস্থিতি ফিরে আসছে।