ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তারা বাংলাদেশ-ভারত সীমান্তের শিলিগুঁড়ি করিডরের কাছেও গিয়েছিলেন। শিলিগুঁড়ি করিডর, যাকে ‘চিকেন নেক’ বলা হয়, ভারতের উত্তরপূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এই দাবি করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দাদের উপস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন কি না। এর উত্তরে জেনারেল উপেন্দ্র বলেন, “যদি অন্য কোনো দেশের (পাকিস্তান) লোকেরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করে এবং এতে আমাদের কিছু সম্পর্ক থাকে, তাহলে আমি অবশ্যই উদ্বিগ্ন হব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে পাকিস্তান যেন সন্ত্রাসী পাঠাতে না পারে, এ ব্যাপারে আমি সতর্ক থাকবো।” ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক থাকার কথা জানান, তবে বাংলাদেশের সরকারী সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, “যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে, তখনই আমরা বলতে পারবো আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত।”
কাশ্মির নিয়ে প্রশ্ন করলে, ভারতীয় সেনাপ্রধান পাকিস্তানকে অভিযুক্ত করেন যে তারা কাশ্মির নিয়ে সবসময় বিতর্ক সৃষ্টি করে এবং ভারতের সার্বভৌমত্ব মেনে নেবে না।