রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিজেপির নতুন মুখ্যমন্ত্রী দিল্লিতে: রেখা গুপ্তের শপথ গ্রহণ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৫
৬:৩৬ অপরাহ্ণ

ভারতের দিল্লি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে নির্বাচিত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গতকাল বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রামলীলা ময়দানে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ নেবেন।

ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পরিচিত রেখা একসময় ভারতের কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেত্রী ছিলেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন। তবে এবারই প্রথম তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার পরিষদীয় দলের বৈঠকে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে শালিমার বাগ আসনটি দখল করেন রেখা। তার রাজনৈতিক জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, এবারও দলের প্রথম মুখ্যমন্ত্রী পদে একটি মহিলা নেত্রীর নির্বাচিত হওয়ার নজির সৃষ্টি হলো।

রেখা গুপ্ত দিল্লির পৌরসভা নির্বাচনে তিনবার জয়লাভ করেছেন, যদিও মেয়র নির্বাচনে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, আম আদমি পার্টির (আপ) প্রার্থী শেলি ওবেরয়ের কাছে ৩৪ ভোটে হারেন তিনি। তবে এবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তার নতুন যাত্রা শুরু হলো।

দিল্লির বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসনে, তিনি আপ-এর তিনবারের বিধায়ক বন্দনা কুমারীকে ২৯ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। ২০১৫ এবং ২০২০ সালে তিনি বন্দনার কাছে পরাজিত হলেও এবার বড় ব্যবধানে বিজয়ী হন।

রেখার জন্ম হরিয়ানার জুলানায় ১৯৭৪ সালে। তিনি দিল্লির দৌলতরাম কলেজ এবং মেরঠের চরণ সিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৯০ এর দশকে তিনি আরএসএস পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির নেতৃত্বে ছিলেন এবং ছাত্র সংসদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আনা পর্যন্ত পৌঁছেছে।