ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানির চুক্তি করেছে বাংলাদেশ, যা সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে হচ্ছে। ভিয়েতনাম নিউজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। এই চুক্তিটি সরকার থেকে সরকার (জিটুজি) কাঠামোর ভিত্তিতে সম্পন্ন হয়েছে এবং চাল সরবরাহ করবে ভিয়েতনামের সাউদার্ন ফুড কর্পোরেশন (ভিনাফুড টু)।
বাংলাদেশ প্রতি টন চাল ৪৭৪ দশমিক ২৫ ডলারে কিনছে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় কিছুটা বেশি। তবে ভিয়েতনাম নিউজ জানাচ্ছে, ভিয়েতনামের চালের মান অন্যান্য দেশের চেয়ে ভালো হওয়ায় দামও বেশি। এর ফলে প্রতি কেজি চালের দাম ৫৭ টাকার একটু বেশি হবে।
এছাড়া, ২০২৩ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি চাল আমদানির অনুমোদন দেয়। বাংলাদেশ সরকার এই চাল ওপেন মার্কেট সেল (ওএমএস) আওতায় বিক্রি করবে, যেখানে প্রতি কেজি চালের দাম ধরা হবে ৩০ টাকা। দেশের ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ৯০৭ টন চাল বিক্রি করা হবে।
যদিও বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ, তবুও বেশ কিছু পরিমাণ চাল আমদানির প্রয়োজন পড়ে। ২০২৩ সালে বাংলাদেশ দুই লাখ টন চাল আমদানি করেছিল, যা ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে আনা হয়েছিল।