রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ‘এই সপ্তাহেই’ হতে পারে

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
১১:০৪ পূর্বাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হওয়ার মধ্যে এই সংঘাতের অবসান ‘এই সপ্তাহেই’ হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট শনিবার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শেষ করার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তি আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং মার্কিন প্রশাসনের কর্মকর্তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই সংঘাতের অবসানে দুই পক্ষের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আশাবাদী যে, চলতি সপ্তাহেই যুদ্ধের ইতি টানা সম্ভব হবে।

এদিকে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সঙ্গে একটি খনিজ চুক্তি করার উদ্যোগ নিয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। হোয়াইট হাউসের মতে, ইউক্রেনের প্রাকৃতিক সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ তাদের প্রতিরক্ষা ব্যয়ের কিছুটা ক্ষতি পুষিয়ে দিতে পারে।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইউক্রেন খুব শিগগিরই এই চুক্তি মেনে নেবে এবং এতে যুক্তরাষ্ট্র ৪০ থেকে ৫০ হাজার কোটি ডলার পুনরুদ্ধার করতে পারবে। তিনি বলেন, এই চুক্তি বহু আগেই সম্পন্ন হওয়া উচিত ছিল এবং এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনের বিপুল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ মিনারেলসের প্রতি পশ্চিমা দেশগুলোর বিশেষ নজর রয়েছে। চীনের একচেটিয়া প্রভাব মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই সম্পদের ওপর বিনিয়োগ করতে আগ্রহী।