ফ্রেশ নিউজ :
রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী, সবুজবাগ, খিলগাঁও এবং রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ছিনতাইয়ের ঘটনাস্থলে প্রথমে মানববন্ধন করেন তারা। পরে বনশ্রীর মূলক সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের অনুরোধ করে রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বিক্ষুব্ধ জুয়েলারি মালিক সমিতির দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে। খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার ও জুয়েলারি ব্যবসায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের।
মানববন্ধন থেকে এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, আমরা সবসময় শঙ্কায় থাকি। যেভাবে আমাদের ব্যবসায়ীদের ওপর হুমকি জুলুম নেমে আসছে, তা আগে কখনো এভাবে ঘটতে দেখিনি।
এ স্বর্ণ ব্যবসায়ী নেতা বলেন, আমার মনে হয় ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারের কাছে থেকে চাঁদা দাবি করা নাম্বারগুলো ধরে তদন্ত করলে অনেক কিছু বের হবে। কারা হুমকি দিয়েছিল, টাকা নিয়েছিল বের করা হোক।
এদিকে পার্শ্ববর্তী এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জোরে জোরে মাগো মাগো করে চিৎকার দিতে দিতে ছিনতাইকারীদের কাছ থেকে কিছুটা দৌড়ে পেছনের দিকে পালিয়ে যান। এ ব্যাপারে জানতে চাইলে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ ঢাকা পোস্টকে বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অপরাধীদের ধরার চেষ্টা চলছে। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন। রাস্তা অবরোধ করেছিলেন, তাদের অনুরোধ করে সরিয়ে দেওয়া হয়েছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।