রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরিবারের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫
৮:১৫ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

হত্যা মামলায় অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার পরিবারের ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ টাকা ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, গণঅভ্যুত্থানের পর গত ১৩ আগস্ট আনিসুল হক গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও মামলা রয়েছে। মামলার বিচার চলাকালে আনিসুল হক ও তার পরিবারের সদস্যরা যেন ব্যাংক হিসাব থেকে অর্থ সরাতে না পারেন, সে জন্য দুদক আদালতে আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।