ফ্রেশ নিউজ :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে এক হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর মধ্যে ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায়, আর বাকি ৯৯৯ জনকে আগের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
অস্ত্র উদ্ধার ও অভিযানের অগ্রগতি বিবৃতিতে আরও জানানো হয়, গ্রেফতারের পাশাপাশি বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এ পর্যন্ত ১০ হাজারের বেশি ব্যক্তি গ্রেফতার হয়েছেন।