শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব.

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
১২:০৬ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের আনুষ্ঠানিক সফরে ঢাকা আসছেন।

বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর নিশ্চিত করেছে যে তিনি ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

এই সফরে মহাসচিব গুতেরেস আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে।