শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
১:০৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বুধবার সকাল থেকে তারা হল ত্যাগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের হল ত্যাগের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

পাশাপাশি, শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণ, উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন একদল শিক্ষার্থী।