ফ্রেশ নিউজ :
জুলাই গণঅভ্যুত্থারের পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা আসছে আজ বুধবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের ঘোষণা দেওয়া হবে।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্যতম আবু বাকের মজুমদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, নতুন এ সংগঠন গঠনের লক্ষ্যে ঘোষণাপত্রসহ বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার জানান, জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই সাধারণ শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে যারা রাজনীতিতে আগ্রহী, তারা যেন সংগঠনের মাধ্যমে ‘ছাত্রদের সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা’ রাখতে পারেন, সে লক্ষ্যেই নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করা হচ্ছে।