রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইব্রাহিম জাদরানের ঐতিহাসিক ইনিংসে রানের রেকর্ড গড়ল আফগানিস্তান

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
৭:৫১ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে মাত্র তিন দিনের ব্যবধানে বদলে গেল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে বেন ডাকেটকে ছাড়িয়ে গেলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। তার অসাধারণ পারফরম্যান্সে ৩২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানরা, যা দলটির ওয়ানডে ইতিহাসেও ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। ইংলিশ পেসার জোফরা আর্চার ও মার্ক উডের তোপে দ্রুতই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। উদ্বোধনী জুটিতে মাত্র ১১ রান যোগ করার পরই আর্চারের বলে বোল্ড হন ৬ রান করা ব্যাটার। এরপর তিনে নামা সাদিকুল্লাহ অটল ৪ রান করে ফিরে গেলে চাপ আরও বাড়ে। অভিজ্ঞ রহমত শাহও টিকতে পারেননি, মাত্র ৪ রান করেই বিদায় নেন।

৩৭ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়লেও দলকে উদ্ধার করেন ইব্রাহিম জাদরান ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। চতুর্থ উইকেটে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। হাশমতউল্লাহ ৬৭ বলে ৪০ রান করে আউট হলেও মূল কাজটা করেন ইব্রাহিম। তার ব্যাটে একের পর এক বাউন্ডারি আসতে থাকে।

মাঝের ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের দ্রুত ৩১ বলে ৪১ রান দলের রান রেটে গতি যোগ করে। এরপর শেষের দিকে মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান মিলে ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন। নবি ২৪ বলে ৪০ রান করে বিদায় নিলেও ইব্রাহিম ইনিংস শেষ পর্যন্ত টেনে নিয়ে যান।

এই ইনিংসে প্রথম ফিফটি করতে ৬৫ বল খেললেও পরের পঞ্চাশ আসে মাত্র ৪১ বলে। এরপর সেঞ্চুরি পার করে আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ১৫০ রান স্পর্শ করেন ১৩৪ বলে, আর শেষ পর্যন্ত ১৪৬ বলে ১৭৭ রান করে আউট হন। এতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আফগানিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ইংল্যান্ডের বেন ডাকেট ১৬৫ রান করে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন। তবে মাত্র তিন দিন পরই সেই রেকর্ড ভেঙে নিজের নামে লিখলেন ইব্রাহিম জাদরান।