আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জামতৈল রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজ এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করা, ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা এবং হারাম ও অবৈধ পন্থায় উপার্জন থেকে বিরত থাকার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারখন্দ উপজেলা শাখার আমীর মাওলানা মো. ইউসুফ আলী বক্তব্যে বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। আমাদের সন্তানেরা দেশ স্বাধীন করেছিলো দুর্নীতি অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ করার জন্য, কিন্তু তা বাস্তবে হয়নি। দেশের দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি বন্ধ হয়নি। আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করলে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে এবং দ্রব্যমূল্যের দাম কমবে সেই সাথে দেশের চাঁদাবাজি, দুর্নীতি অনিয়ম কমে যাবে।
এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আতাউর রহমান, মো. মনিরুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি নাইম আহমেদ।