রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নেপালকে হারিয়ে কাবাডি টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৮:৪২ অপরাহ্ণ

পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে নেপালকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়ে স্বাগতিকরা দারুণভাবে শিরোপা নিশ্চিত করে। আগেই সিরিজ জয় নিশ্চিত করায় পঞ্চম ও শেষ ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার, তবে তাতেও কোনো ছাড় দেয়নি বাংলাদেশ দল।

পল্টন ময়দানে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচের শুরুতেই দাপট দেখায় স্বাগতিকরা। প্রথম ১০ মিনিটে লোনা সহ চার পয়েন্ট নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। তবে সহজে ম্যাচ ছেড়ে দেয়নি নেপাল, প্রথমার্ধ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখে তারা। বিরতিতে বাংলাদেশ ১৯-১৫ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। পরপর দুটি লোনা নিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় তারা, যেখানে নেপালের ম্যাচে ফেরার কোনো সুযোগই ছিল না। শেষ পর্যন্ত ১৮ পয়েন্টের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের উৎসব করে স্বাগতিকরা।

সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। এ ছাড়া যৌথভাবে সেরা কেচার হয়েছেন বাংলাদেশের রোমান ও নাসির।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।