রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

একই সময়ে পিএসএল ও আইপিএল, ঘোষণা হলো পাকিস্তান সুপার লিগের সূচি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৯:১৬ অপরাহ্ণ

আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। একই সময়ে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগের এই সাংঘর্ষিক সূচির গুঞ্জন আগে থেকেই ছিল, এবার তা বাস্তবে রূপ নিল পিএসএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণার মাধ্যমে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স।

পিএসএলের এবারের আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চারটি ভেন্যু—রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে ছড়িয়ে পড়বে টুর্নামেন্ট। ১৩ মে রাওয়ালপিন্ডিতে প্লে-অফ পর্ব শুরু হবে, এরপর ১৪ ও ১৬ মে লাহোরে বাকি প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে প্রতিযোগিতার।

নবনির্মিত গাদ্দাফি স্টেডিয়ামে সর্বোচ্চ ১৩টি ম্যাচ আয়োজন করা হবে। রাওয়ালপিন্ডিতে ১১টি, করাচি ও মুলতানে সমান ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩৮ দিনের এই টুর্নামেন্টে মাত্র ৩ দিনে দুটি করে ম্যাচ রাখা হয়েছে, বাকি দিনগুলোতে হবে একটি করে ম্যাচ।

পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেন, “আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত এক দশকে এই লিগ বৈশ্বিকভাবে স্বীকৃত ও জনপ্রিয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যা পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার সেরা প্রদর্শনী। প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা টুর্নামেন্ট শুরুর আগে পেশোয়ারে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করব, যা সেখানে শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরানোর অংশ হিসেবে কাজ করবে।”

আগেই জানা গিয়েছিল, আইপিএলের মতো পিএসএলও চলবে এপ্রিল-মে মাসে। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উভয় টুর্নামেন্টের সময়সীমা কিছুটা পিছিয়েছে। এবারও পিএসএলে ছয়টি দল অংশ নেবে, তবে ২০২৬ আসর থেকে আরও দুটি দল যুক্ত করার সম্মতি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।