রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন শর্ত: রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা

Fresh News রিপোর্ট
মার্চ ১, ২০২৫
১০:১৯ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির আওতায় দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যকলাপ ও সংবেদনশীল এলাকায় ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে শিক্ষার্থীদের বৃত্তি বাতিল করা হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশি শিক্ষার্থীদের একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, যেখানে বলা হয়েছে— তারা ভারতে অবস্থানকালে কোনো রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হবেন না, ভারতের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না এবং সংবেদনশীল এলাকায় ভ্রমণ করবেন না। শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ শর্ত?

জানা গেছে, আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে অধ্যয়নরত অন্যান্য দেশের শিক্ষার্থীদের এমন কোনো অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হয়নি। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ফিলিস্তিনি শিক্ষার্থীও এ ধরনের শর্তের সম্মুখীন হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি শিক্ষার্থী জানান, সাধারণত বৃত্তির আবেদনপর্বে অঙ্গীকারপত্র জমা দিতে হয়, যা সংশ্লিষ্ট দেশের হাইকমিশন সংগ্রহ করে। তবে এবার ভর্তি হওয়ার পর সরাসরি শিক্ষার্থীদের এই মুচলেকায় স্বাক্ষর করতে বলা হয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারপন্থী ও সরকারবিরোধী মতাদর্শ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে কি না, তা নজরদারিতে রাখা হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এ ধরনের বিভাজন ভারতীয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।