রমজানের রোজা সহ সব ইবাদতের জন্য নিয়ত করা আবশ্যক। নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। রাসূল (সা.) বলেছেন, “প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভর করে।” তাই রোজা রাখার জন্যও অবশ্যই নিয়ত করতে হবে।
আমাদের দেশে রোজার নিয়ত হিসেবে আরবি ভাষায় একটি দোয়া পড়া হয়। তবে আলেমদের মতে, বাংলায় মনে মনে নিয়ত করলেই যথেষ্ট। অনেকে মনে করেন, শেষ রাতে সাহরি খাওয়ার মাধ্যমেই রোজার নিয়ত হয়ে যায়।
কিন্তু কেউ যদি সেহরির সময় রোজার নিয়ত করতে ভুলে যান, তাহলে তিনি কতক্ষণ পর্যন্ত নিয়ত করতে পারবেন?
ইসলামী ফেকাহ বিশেষজ্ঞদের মতে, ফরজ রোজার নিয়ত করার সর্বশেষ সময় দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মাঝামাঝি বিন্দুর আগে নিয়ত করলে রোজা শুদ্ধ হবে।
যেমন, যদি সাহরির শেষ সময় সুবহে সাদিক ৫টায় হয় এবং সূর্যাস্ত সন্ধ্যা ৭টায় হয়, তাহলে মোট সময় হয় ১৪ ঘণ্টা। এর অর্ধেক সময়, অর্থাৎ ৭ ঘণ্টার মধ্যে নিয়ত করতে হবে। অর্থাৎ দুপুর ১২টার আগে রোজার নিয়ত করলে তা শুদ্ধ হবে। তবে এর পর নিয়ত করলে সেই দিনের রোজা সহিহ হবে না।
(উৎস: ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৯৫)