সোমবার
৩রা মার্চ, ২০২৫
১৮ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি সোমবার

Fresh News রিপোর্ট
মার্চ ২, ২০২৫
১১:৫৫ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দেওয়ার বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলামসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিলের শুনানি একসঙ্গে হবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। মামলার পটভূমি ২০১১ সালের আগস্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকার সময় তিনি তার ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ টাকা লেনদেন করেছেন। ২০১৮ সালের ২৯ অক্টোবর বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেয়। তবে গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট এই রায় বাতিল করে তাকে খালাস দেয়। আপিলের নতুন মোড় হাইকোর্টের দেওয়া এই খালাসের রায়ের বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতেই আগামীকাল সোমবার আপিল শুনানি অনুষ্ঠিত হবে।