বল দখলে দাপট দেখিয়ে রিয়াল সোসিয়েদাদকে একপ্রকার কাঁদিয়ে ছেড়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের লাল কার্ডের সুযোগ কাজে লাগিয়ে পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রেখেছে কাতালানরা। শেষ পর্যন্ত ৪-০ গোলের দুর্দান্ত জয়ে লা লিগার শীর্ষস্থান দখল করল হান্সি ফ্লিকের দল।
রোববার রাতে অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই বার্সেলোনা এগিয়ে যায় দুই গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে বার্সেলোনা, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৪ পয়েন্ট।
ম্যাচের শুরুতেই রিয়াল সোসিয়েদাদ গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ১৭তম মিনিটে বার্সেলোনার দানি ওলমোকে ফাউল করায় সোসিয়েদাদের আরিৎস এলুসতোন্দো সরাসরি লাল কার্ড দেখেন। এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা।
২৫তম মিনিটে লামিনে ইয়ামালের দারুণ ড্রিবলিং থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত চিপ দেন ওলমো, যার ফলশ্রুতিতে প্রথম গোল করেন জেরার্ড মার্টিন। চার মিনিট পর কর্নার থেকে গোলরক্ষকের ফেরানো বলে মার্ক কাসাদো গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে কর্নার থেকে লেভানডফস্কির হেড আটকে দেন সোসিয়েদাদ গোলরক্ষক, তবে ফিরতি বলে হেড করে গোল করেন রোনাল্ড আরাউহো। পরে আরাউহোর শট লেভানডফস্কি আলতো ছুঁয়ে গোলের দিক পরিবর্তন করলে স্কোরলাইন ৪-০ হয়।
এই গোলের মাধ্যমে লেভানডফস্কির মৌসুমে লিগে গোলসংখ্যা দাঁড়ায় ২১, যা দ্বিতীয় সর্বোচ্চ। তার ঠিক পেছনে ১৭ গোল নিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।