রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাতে আল-নাসরের ম্যাচ

Fresh News রিপোর্ট
মার্চ ৩, ২০২৫
১০:৫৫ পূর্বাহ্ণ

আজ থেকে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। দিনের শুরুতে ক্রিকেট উত্তেজনা থাকলেও রাতের দিকে নজর থাকবে এএফসি চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপিয়ান ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে।

সকালে ডিপিএলে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একটি জমজমাট লড়াই অপেক্ষা করছে রাত ৮টায়, যখন মেয়েদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্স ও গুজরাট জায়ান্টসের মধ্যে লড়াই হবে। এই ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

ফুটবলপ্রেমীদের রাতের আকর্ষণ এএফসি চ্যাম্পিয়নস লিগ, যেখানে রাত ১০টায় মুখোমুখি হবে ইরানি ক্লাব এস্তেগলাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল-নাসর। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস ১৮-১। এছাড়া, রাত ১২টায় টি স্পোর্টসে দেখা যাবে আল ওয়াসল ও আল সাদের মধ্যকার লড়াই।

ইংলিশ এফএ কাপে নটিংহাম ফরেস্ট ও ইপসউইচ টাউনের ম্যাচ শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে, যা দেখা যাবে সনি স্পোর্টস টেন ২-এ।

লা লিগার মধ্যরাতের ম্যাচে ভিয়ারিয়াল ও এস্পানিওল মুখোমুখি হবে রাত ২টায়, যা সম্প্রচার করবে জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট।