রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের স্পিন জাদুতে নতুন রেকর্ড

Fresh News রিপোর্ট
মার্চ ৩, ২০২৫
১০:৫৬ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠেছিল—কেন পাঁচজন স্পিনার? তবে দুবাইয়ের পিচে স্পিনারদের প্রভাব দেখেই বোঝা গেল, ভারতীয় নির্বাচকদের সিদ্ধান্ত সঠিক ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের স্পিন আক্রমণ প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়ে গড়েছে নতুন রেকর্ড।

ম্যাচে ভারতের চার স্পিনার অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা মিলে শিকার করেছেন ৯টি উইকেট। এর মধ্যে বরুণ একাই নিয়েছেন ৫ উইকেট, কুলদীপের শিকার ২টি এবং অক্ষর ও জাদেজা পেয়েছেন ১টি করে উইকেট। এই অসাধারণ পারফরম্যান্সের ফলে ভারতের স্পিন বিভাগ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছে।

আইসিসির ওয়ানডে ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এত উইকেট নেওয়ার নজির নেই আর কোনো দলের স্পিনারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬৬ রান খরচায় ৯ উইকেট নিয়ে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে স্পিনারদের সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল পাকিস্তানের। ২০০৪ সালে বার্মিংহ্যামে কেনিয়ার বিপক্ষে ২৬ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা। ভারতের পারফরম্যান্স সেই রেকর্ড ভেঙে নতুন শীর্ষস্থান দখল করেছে।

বাংলাদেশও স্পিন আক্রমণের দিক থেকে তালিকায় আছে। ২০০৬ সালে জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিল বাংলাদেশের স্পিনাররা, যা এখনো তালিকার অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে গণ্য হয়।

ব্যক্তিগতভাবে ইতিহাস গড়েছেন বরুণ চক্রবর্তীও। তিনি মাত্র তৃতীয় স্পিনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ উইকেট শিকার করলেন। এর আগে ২০০৪ সালে কেনিয়ার বিপক্ষে শহীদ আফ্রিদি এবং ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবীন্দ্র জাদেজা এই কীর্তি গড়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বরুণের নাম।

ভারতের এই স্পিন শক্তি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বড় অস্ত্র হয়ে উঠবে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ে।