রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিসিবিতে তামিম ইকবালের নতুন ভূমিকার সম্ভাবনা

Fresh News রিপোর্ট
মার্চ ৫, ২০২৫
৯:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল, তবে ঘরোয়া ক্রিকেটে এখনো ব্যাট হাতে মাঠে দেখা যাচ্ছে তাকে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই তিনি সংগঠক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যুক্ত হতে পারেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তামিমের সম্ভাব্য বোর্ডে আসা নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবির পরিচালক আকরাম খান। আজ (বুধবার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বোর্ডে আসাটা নির্ভর করে ব্যক্তির ইচ্ছার ওপর। যেমন আমি খেলা শেষ করার পর ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছি। তবে অনেকে হয়তো আসতে চায় না, তাদের সেই আগ্রহ থাকে না।’

তিনি আরও বলেন, ‘যাদের ভালো ব্যাকগ্রাউন্ড আছে, যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত, শুধু ক্রিকেট নয়, অন্য যেকোনো খেলায় অভিজ্ঞতা আছে—তাদের বোর্ডে আসা ক্রিকেট ও স্পোর্টসের জন্য ভালো হতে পারে।’

এদিকে বাংলাদেশ দলের নেতৃত্ব নিয়েও বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুঞ্জন উঠেছিল, অন্তত দুটি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে যে ফরম্যাটেই অধিনায়ক হোক, তাকে পুরো দায়িত্ব নিতে হবে। পারফরম্যান্সই এখানে মূল বিষয়। যদি অধিনায়ক ভালো পারফর্ম করে, তাহলে দল পরিচালনায়ও সুবিধা হবে।’

বাংলাদেশ দলে তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক করার বিষয়েও মত দিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘অন্যান্য দেশে তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকে, কিন্তু বাংলাদেশে প্রায় সবাই তিন ফরম্যাটেই খেলে। আমাদের বিকল্প খুবই কম, যেখানে দল গঠনই কঠিন হয়ে যায়, সেখানে তিনজন অধিনায়ক করা আরও কঠিন হয়ে পড়বে। তাই আমাদের আগে পারফরম্যান্সের দিকেই বেশি নজর দিতে হবে।’

তামিম ইকবালের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কি না—তা সময়ই বলে দেবে। তবে সামনের দিনগুলোতে এসব বিষয় নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।