শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরিমণি

Fresh News রিপোর্ট
মার্চ ৬, ২০২৫
১১:১০ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি আবারও ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনাম হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা যায়। ছবির সঙ্গে জীবনে নতুন বসন্তের আগমনী বার্তা দিয়েছেন এই অভিনেত্রী, যা দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

যদিও ছবিতে পরীমণি তার ‘ভালোবাসার মানুষ’কে প্রকাশ্যে আনেননি, কেবল তার হাতই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে এই গুঞ্জন আড়াল করা সম্ভব হয়নি। অনেকেই ধারণা করছেন, ছবির ওই হাতে যে ঘড়ি দেখা গেছে, তা সংগীতশিল্পী শেখ সাদীর ব্যবহার করা হাতঘড়ির সঙ্গে মিলে যাচ্ছে।

এই সাদী-পরীমণির সম্পর্ক নিয়ে শোবিজে নানা গুঞ্জন ছড়াচ্ছে, যা পরী নিজেও খেয়াল করেছেন। ছবি শেয়ার করার পর পরী সেটি দ্রুত ফেসবুক থেকে সরিয়ে ফেলেন এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করে লেখেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই….!”

এদিকে, পরী এক সাক্ষাৎকারে শেখ সাদীকে নিয়ে বলেছেন, “সাদী আমার জীবনে একটি জাদুর মতো! আমি মন খুলে তার সাথে কথা বলতে পারি। খারাপ সময়ে যে পাশে থাকে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে।”

এখন পর্যন্ত পরীমণি এবং শেখ সাদীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে এবং ভক্তরা তাঁদের প্রেমের গল্প নিয়ে নানা মতামত দিচ্ছেন।