শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক হাসপাতালে ভর্তি, অবস্থা ‘আশঙ্কাজনক

Fresh News রিপোর্ট
মার্চ ৬, ২০২৫
৯:৩৫ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রথমে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

আরেফিন সিদ্দিকের বর্তমান অবস্থা বিষয়ে তার ছোট ভাই জানান, হাসপাতালে প্রথমে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন , বুথে গিয়ে দুপুর সোয়া ২টার দিকে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৫ জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।