রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের প্রস্তাব, বিশেষ আয়োজনে তিন মহাদেশে ম্যাচ

Fresh News রিপোর্ট
মার্চ ৭, ২০২৫
৬:৫৯ অপরাহ্ণ

ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে ২০৩০ আসরকে বিশেষভাবে আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আগামী ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ঐতিহাসিক তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতেও ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে, যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এই তিনটি দেশে একটি করে ম্যাচ আয়োজন করা হবে।

এতদিন ফুটবল বিশ্বকাপ ৩২ দলের টুর্নামেন্ট ছিল। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাট অনুসরণ করা হয়েছে। তবে ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ফিফার এক কর্মকর্তা জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল রাখার প্রস্তাব গত ৫ মার্চের বৈঠকে তোলা হয়েছে। যদিও এটি বাস্তবায়ন হবে কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এদিকে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের পারফরম্যান্সের বিষয়েও আলোচনা চলছে। ফিফা এই ব্যান্ডের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, যাতে বিশ্বকাপের বিরতির সময় তাদের পরিবেশনা রাখা যায়।

বিশ্বকাপের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে ২০৩০ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি মহাদেশের ছয়টি দেশে। বিশেষ তিনটি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। বিশ্বকাপটি শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই।