রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের উদ্যোগ

Fresh News রিপোর্ট
মার্চ ৮, ২০২৫
২:৩২ অপরাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের কাজ শুরু করতে চায় ওয়াশিংটন। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা বৈঠকে বসতে যাচ্ছেন আগামী সপ্তাহে সৌদিতে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ গতকাল শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করতে ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ওয়াল্টজ নিজেও উপস্থিত থাকবেন।

মাইক ওয়াল্টজ বলেন, “আপনারা সবাই জানেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে। ওয়াশিংটন এবার শাটল কূটনীতিতে প্রবেশ করছে, যেখানে আমরা উভয় পক্ষের মতামত শুনে চুক্তির নথি প্রস্তুত করব।”

এদিকে, রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসছেন বলে জানিয়েছেন ওয়াল্টজ।

২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে শুভেচ্ছা জানান। এরপর শপথ নেওয়ার ২৩ দিন পর, ১২ ফেব্রুয়ারি ট্রাম্প পুতিনকে ফোন করেন এবং তাদের দেড় ঘণ্টার কথোপকথন হয়। ছয় দিন পর ১৮ ফেব্রুয়ারি সৌদির রাজধানী রিয়াদে বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন। এই বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।