ফ্রেশ নিউজ :
রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এই হামলায় সবচেয়ে ভয়াবহ আঘাত হানা হয়েছে ডোনেৎস্ক অঞ্চলে, যেখানে অন্তত ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন, যার মধ্যে ছয় শিশু রয়েছে। সূত্র বিবিসি।
শনিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, ডোনেৎস্কের ডোব্রোপিলিয়া শহরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে আঘাত হানে, যাতে ১১ জন নিহত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে প্রথম হামলার পর উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। এছাড়া, খারকিভ অঞ্চলের বোহোদুখিভ শহরে ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। ওডেসায় হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত তিন সপ্তাহে অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার ওপর সপ্তম হামলা বলে জানিয়েছে ডিটিইকে কোম্পানি। এদিকে, ইউক্রেনও রাশিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের ৩১টি ড্রোন প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি আপাতত বন্ধ রেখেছে, যার ফলে রুশ হামলা বেড়েছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।