ফ্রেশ নিউজ :
বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ে দোষীদের শাস্তির দাবিতে ঢাকাসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন।
এসব বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অধিকাংশই নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের এক কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পর ‘তৌহিদী জনতা নামে একদল ব্যক্তি থানার সামনে বিক্ষোভ করে এবং পরে ওই অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে জামিন পান।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এরই মধ্যে মাগুরায় এক শিশুকে নির্যাতনের ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে, যার অবস্থা ‘ক্রিটিক্যাল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের দাবি, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, কিন্তু এসব অপরাধের বিচার প্রক্রিয়া ধীরগতির হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।