দুবাইয়ে আজ (রোববার) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপার হাতছানি ভারতের সামনে, যেখানে প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট জয়ের সুযোগ পাচ্ছে তারা। অন্যদিকে, নিউজিল্যান্ডের সামনে ২৫ বছর পর আবারও ওয়ানডের বৈশ্বিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ।
দুপুর ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচে টানটান উত্তেজনার আভাস মিলছে। গ্রুপপর্বে ভারত তাদের হারালেও, ভারতের বিপক্ষে ম্যাচ বাদে বাকি তিনটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
এর আগে ভারত ২০০২ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তবে ২০১৭ সালের ফাইনালে তারা হেরে যায় পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে, নিউজিল্যান্ড ২০০০ সালের আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “টানা তিন বছর আমরা আইসিসির তিনটি ফাইনাল খেলছি। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করা। নিউজিল্যান্ড দুর্দান্ত খেলছে, তাই সতর্ক থাকতে হবে।”
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার শিরোপার জন্য আশাবাদী, “আমরা ভালো ক্রিকেট খেলছি, এবং সেই ধারা বজায় রাখতে চাই। ভারতকে হারাতে হলে আমাদের আরও ভালো খেলতে হবে।”
ওয়ানডেতে এখন পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড ১১৯ বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে ৬১ বার আর নিউজিল্যান্ড ৫০ বার। তবে আইসিসি ইভেন্টে দু’দলই সমান ৬টি করে জয় পেয়েছে। ফলে আজকের ফাইনাল যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।