প্রচণ্ড ঝড়ের পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা শহর। টানা আট ঘণ্টার মুষলধারে বৃষ্টিপাতের পর সৃষ্ট এই বন্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে শহরের রাস্তাঘাট, সেতু ধ্বংস হয়ে গেছে এবং ভবনগুলোর অধিকাংশ প্লাবিত হয়েছে।
শহরের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং ১১০০ জনেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। রোববার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
শহরের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক সরকার জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্সের পাশাপাশি খাবার ও পানীয় পাঠানো হচ্ছে এবং উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকাজে সহায়তা করছে।
গাড়ি ভেসে যেতে এবং হাসপাতাল প্লাবিত হওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত শহরটির মেয়রের কার্যালয় জানিয়েছে, বুয়েনস আইরেস থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বাহিয়া ব্লাঙ্কার পুনর্নির্মাণ করতে হবে।