ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং ইউরোপীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইউক্রেনে ন্যায্য এবং স্থায়ী শান্তি অর্জন সম্ভব।
সৌদি আরবে অবস্থানকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করতে সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকার নেতৃত্বে এবং সমগ্র ইউরোপের সহযোগিতায়, ন্যায্য এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা একেবারেই অর্জনযোগ্য।”
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ইউরোপীয় দেশগুলো নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিহিবা জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে ফোনে আলোচনা করেছেন, যেখানে ইউক্রেনের শান্তি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।
জেলেনস্কি বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থান করছেন, সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করবেন। এছাড়া, যুক্তরাষ্ট্রের সাথে আরও আলোচনা হবে, যেখানে সামরিক সহায়তা এবং কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।