বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। এই চুক্তি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে প্রথমবারের মতো চুক্তি থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদ নিজেই ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন, যা ১ মার্চ থেকে কার্যকর হবে।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে মাহমুদউল্লাহর অবসর নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ইতোমধ্যে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, বাকি রয়েছে শুধু ওয়ানডে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি নিজের সিদ্ধান্ত ঘোষণা করবেন।
বুধবার নারী ডিপিএল শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মাহমুদউল্লাহর কেন্দ্রীয় চুক্তি নিয়ে তিনি বলেন, ‘যেহেতু তিনি নিজেই চুক্তি থেকে সরে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন, বোঝাই যাচ্ছে তিনি অবসর নিয়ে চিন্তাভাবনা করছেন। এ বিষয়ে আরও স্পষ্ট সিদ্ধান্ত এলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
এদিকে, সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমের কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরিতেও পরিবর্তন এসেছে। আগে তিনি ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও এখন টেস্ট খেলার জন্য তাকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে, এবারের চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, যার মাসিক বেতন ১০ লাখ টাকা নির্ধারিত হয়েছে।