শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হজে যাওয়ার ন্যূনতম বয়সসীমা ১৫ বছর নির্ধারণ

Fresh News রিপোর্ট
মার্চ ১২, ২০২৫
৭:০৮ অপরাহ্ণ

আগামী বছরের হজে অংশ নিতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। হজযাত্রীর পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতেই এটি নির্ধারিত হবে।

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ নিবন্ধিত যাত্রীদের এই নিয়ম অনুসরণ করতে হবে। এছাড়া, হজ কার্যক্রমে সম্পৃক্ত হজ এজেন্সি, ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।

১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রীদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিভাবকের পরিবর্তে অন্য কোনো প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে প্রতিস্থাপনের সুযোগ থাকবে।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক জানান, সৌদি সরকারের দেওয়া নিয়ম বাংলাদেশকেও মেনে চলতে হবে। তিনি বলেন, “১৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের অবশ্যই প্রাক-নিবন্ধন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে হজে যেতে হবে। এর কম বয়সীদের জন্য এই সুযোগ থাকছে না।”