রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সাইলেন্ট কিলার

Fresh News রিপোর্ট
মার্চ ১৩, ২০২৫
১০:৫৪ পূর্বাহ্ণ

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন, এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে, যেখানে মাহমুদউল্লাহর নাম থাকলেও তিনি নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন। তখন থেকেই তার অবসরের গুঞ্জন জোরালো হয়। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি।

নিজের বিদায় বার্তায় মাহমুদউল্লাহ লেখেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিশেষ ধন্যবাদ আমার মা-বাবা, শ্বশুর এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ ও পরামর্শক ছিলেন।’

মাঠে দাঁড়িয়ে বিদায় নেওয়ার সুযোগ না পাওয়ার আক্ষেপও ব্যক্ত করেছেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। ক্যারিয়ারের শেষটাও হলো ওয়ানডে দিয়েই। তিনি ২৩৯ ওয়ানডেতে ৫ হাজার ৬৮৯ রান করেছেন, যেখানে ৪টি শতক ও ৩২টি অর্ধশতক রয়েছে। পাশাপাশি ৮২টি উইকেটও নিয়েছেন।

টেস্ট ক্যারিয়ারে ৫০ ম্যাচে ২ হাজার ৯১৪ রান করেছেন তিনি, যার মধ্যে ৫টি শতক ও ১৬টি অর্ধশতক রয়েছে। বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। এই ফরম্যাটে ১৪১ ম্যাচ খেলে ২ হাজার ৪৪৪ রান করেছেন এবং শিকার করেছেন ৪১ উইকেট।

একজন নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটসম্যান ও কার্যকর বোলার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে মাহমুদউল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে।